কেন্দ্রীয় ব্যাংকের আমূল পরিবর্তন হয়েছে

‘কেন্দ্রীয় ব্যাংকের আমূল পরিবর্তন হয়েছে’

 

রংপুর থেকে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের আমূল পরিবর্তন হয়েছে। এ ছোঁয়া রংপুর অফিসেও লেগেছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় কেন্দ্রীয় ব্যাংকের রংপুর অফিসের কনফারেন্স রুমে ই-লাইব্রেরি ও নারী উদ্যোক্তা তথ্য-ভান্ডার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ন্যায় বাংলাদেশ ব্যাংকের সকল শাখাকে ডিজিটালাইজ করা হচ্ছে। শিগগিরই আরটিজিএস এ যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আগে আমরা ঘাটতি মোকাবেলা করছি। এখন উদ্বৃত্ত মোকাবেলা করতে হবে। এপর্যন্ত ১ হাজার ৯৮টি ই-টেন্ডার কার্য সম্পাদান করা হয়েছে।

রংপুরের নারী উদ্যোক্তাদের সহযোগিতার জন্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, মহাব্যবস্থাপক এস.এম.রবিউল হাসান, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান, রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক খুরশিদ আলম, যুগ্ম পরিচালক মো.ওছমান গণি,প্রটৌকল উপ বিভাগের অফিসার মো.সিদ্দিকুর রহমান প্রমুখ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় গেস্ট হাউজ ‘তিস্তা’ উদ্বোধন করেন গভর্নর।

ব্রেকিংনিউজ/জেএম